বার্গাপ্রাইম

পশু খাদ্য সম্পূরক


উপাদানঃ ক্রড ফ্যাট ৩৫%, ক্রড প্রোটিন ৫%, কার্বোহাইড্রেট ৪০%, অ্যাশ ৪%, আর্দ্রাতা ৬%।

বৈশিষ্ট্য ও কার্যকারিতাঃ
১. অলিওসোম মডেলে তৈরি যার কেন্দ্র একটি লিপিড কোর থাকে এবং এর চারপাশে ফসফোলিপিড লেয়ার ও লাইপোপ্রোটিন সিথ থাকে এবং এই লিপিডসমূহ অত্যন্ত দ্রæত ডাইজেস্ট ও শোষিত হয়ে শক্তিতে পরিণত হতে পারে।
২. এনজাইম ও হরমোনের বায়োসিস্তোসিসকে ত্বরাণি¦ত করে।
৩. ফ্যাট ও অয়েল এর ডাইজেশান ও ট্রান্সপ্রোটেশন বৃিদ্ধ করে।
৪. প্রোটিন, এমাইনো এসিড, ভিটামিন ও মিনারেল এর কার্যকারিতা বারায়।
৫. গ্রোথ বৃিদ্ধ করে এবং খাদ্যর এফ.সি.আর উন্নত করে।
৬. অনুজীবের বৃদ্ধি রোধ করে।
৭. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং স্টোস কমাতে সহায়তা করে।

গরু/বাছুর/ছাগলঃ
ক্স সদ্যজাত বাছুরের শরীরের সমস্ত প্রয়োজনীয় পুষ্টি প্রদান করে।
ক্স অপ্রাপ্ত বয়স্ক প্রাণীতে দ্রæত শক্তি প্রদান করে।
ক্স মিল্ক রিপ্লেসার থেকে অধিক কার্যকর।
ক্স গরু মোটাতাজাকরনে সহায়তা করে।
ক্স গরুর দুধ বৃিদ্ধতে সহায়তা করে।
ক্স পশুর জীবনীশক্তি বাড়ায়।
ক্স অসুস্থ এবং দুর্বল শারীরিক অবস্থায় শরীরের সমস্থ কার্যবলী সুষ্ঠভাবে সম্পন্ন করতে গবাদি পশুর বার্গাপ্রাইম অত্যন্ত জরুরী।

পোল্ট্রিঃ
ক্স পানিতে দ্রবনীয় বিধায় সকল বাচ্চায় দ্রæত সুষম খাদ্য নশ্চিত করে।
ক্স সকল বাচ্চার সুষম গ্রোথ নিশ্চিত করে।
ক্স এনজাইমেটিক কার্যকারিতা বৃদ্ধি করে।
ক্স বাচ্চার হজম শক্তি বৃদ্ধি করে।
ক্স বাচ্চার মৃত্যুহার কমায়।
ক্স রোগক্রান্ত অবস্থায় পানির মাধ্যমে খাদ্যেও চাহিদা মেটায়।
ক্স লেয়ার মুরগীর ফ্যাট লিভার সিনড্রোম প্রতিরোধ করে।
ক্স ডিমের উৎপাদন বৃদ্ধি করে ও আকার বড় করে এবং ডিমের খোসার মান উন্নত করে।
ক্স মুরগীর বাচ্চাকে খামারে এনে ব্রæডিং এ ছাড়ার পর এর পরিবহনজনিত ধকল এড়াতে এবং খাবারের প্রতি আকর্ষণ বাড়াতে-বার্গাপ্রাইম অত্যন্ত জরুরী।
ক্স যেহেতু বার্গাপ্রাইম মুরগীকে পানি খাওয়ার প্রতি আকর্ষন বাড়ায় তাই যে কেনো মেডিকেশন এর সময় বার্গাপ্রাইম ব্যবহার মুরগীকে সঠিক মাত্রায় ঔষধ গ্রহনে উৎসাহী করে।
ক্স হার্ড বা ফ্লকে সমতা আনয়ন করে ফলে উৎপাদনশীলতা বৃদ্ধি পায় এবং খামারী বেশি লাভবান হয়।

মাছঃ
ক্স রেণু পোনা, পোনা, বড়মাছ ও চিংড়ির গ্রোথ বৃদ্ধিতে বার্গাপ্রাইম অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ক্স ঈানিতে দ্রবনীয় বিধায় জলাশয়ে সমস্ত অংশে দ্রæত সুষম পুষ্টি নিশ্চত করে।
ক্স এাছের সমস্ত পুষ্ট দূও করে ও রোগবালাই প্রতিহত করে।
ক্স দ্রæত বহিক সংক্রামণ আঘাত ও ক্ষতপূরণে সহায়তা করে।
ক্স ১০০ গ্রাম বার্গাপ্রাইম প্রতি ১০ কেজি খাবারের সাথে মিশিয়ে ৫দিন খায়াতে হবে।

মাত্রা ও প্রয়োগঃ
বাছুর/ছাগলঃ
৫-১০ গ্রাম কওে দিনে দুইবার কওে ৫ দিন খাওয়াতে হবে।

বড় গরুঃ
১০-২০ গ্রাম কওে দিনে দুইবার করে ৫দিন খাওয়াতে হবে।

পোল্ট্রিঃ
ক্স বডিং এ ছাড়ার পর ১গ্রাম প্রতি ১-২ লিটার পানিতে মিশিয়ে ৫দিন খাওয়াতে হবে।
ক্স গ্রোথের জন্য ১গ্রাম/১ লিটার পানিতে মিশিয়ে সপ্তাহে ২-৩ দিন খাওয়তে হবে।
ক্স ঠোট কাটার পর ১ গ্রাম / ১ লিটার পানিতে মিশিয়ে ৫ দিন খাওয়াতে হবে।
ক্স রোগক্রান্ত অবস্তায় ১গ্রাম / ১ লিটার পানিতে মিশিয়ে ৫ দিন খাওয়াতে হবে।
ক্স খাদ্যেঃ ১০০গ্রাম বার্গাপ্রাইম প্রতি ১০০ কেজি খাদ্যেও সাথে মিশিয়ে ৫ দিন ব্যবহার করতে হবে ।

সরবরাহঃ
ক্স প্রতি বক্রো আছে ১০* ৫০ গ্রাম স্যাশেট।

সংরক্ষণঃ
ক্স আলো থেকে দূরে শুল্ক ও ঠান্ডা জায়গায় রাখতে হবে।

নিরাপত্তামাত্রাঃ
ক্স কোনো নিরাপত্তা মাত্রা নইে।

সতর্কতাঃ
ক্স কোনো পশ^প্রতিক্রয়া নেই, যে কোনো মেডিকেশন এর সাথে ব্যবহার করা যাবে।